- Get link
- X
- Other Apps
ফেনী [০৬ নভেম্বর, ২০২৫] —
জাতীয় নাগরিক পার্টি (NCP)-এর নেতা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সংগঠক প্রিন্স মাহমুদ আজিম ঘোষণা দিয়েছেন যে তাঁর দল ক্ষমতায় আসলে মুক্ত গণমাধ্যম ও বাকস্বাধীনতার স্থায়ী নিরাপত্তা নিশ্চিত করা হবে, যাতে ভবিষ্যতে কোনো সরকার বা স্বৈরাচারী শাসক সেই স্বাধীনতা দমন করতে না পারে।
প্রিন্স আজিম বলেন,
“NCP ক্ষমতায় আসলে মুক্ত গণমাধ্যমের বাক-স্বাধীনতার স্থায়ী বন্দোবস্ত নিশ্চিত করা হবে, যাতে কোনো স্বৈরাচারই তা দমন করতে না পারে।”
তিনি আরও উল্লেখ করেন যে, একটি সচেতন ও স্বাধীন সংবাদমাধ্যম ছাড়া গণতন্ত্র কখনোই টেকসই হতে পারে না। জনগণের কণ্ঠ রোধ করে কখনোই জাতিকে এগিয়ে নেওয়া যায় না — তাই NCP গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা রক্ষায় আইনগত ও প্রাতিষ্ঠানিক সংস্কার আনার প্রতিশ্রুতি দিচ্ছে।
প্রিন্স মাহমুদ আজিম বলেন, দেশের প্রতিটি নাগরিকের মতপ্রকাশের অধিকার সংবিধান দ্বারা নিশ্চিত, কিন্তু বাস্তবে তা প্রায়ই লঙ্ঘিত হয়। তাই তাঁর দলের লক্ষ্য হলো এমন একটি রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলা যেখানে স্বাধীন সাংবাদিকতা হবে অক্ষুণ্ণ, এবং জনগণ ভয়মুক্তভাবে মত প্রকাশ করতে পারবে।
লেখক: FeniQ.Press
সূত্র: Prince Mahamud Azim, NCP
প্রকাশনা: feniq.press
- Get link
- X
- Other Apps

Comments
Post a Comment