ফেনীতে জাতীয় যুবশক্তির ঘোষণা: চাঁদাবাজি নয়, কর্মই হবে রাজনীতি

Image
 ফেনী প্রতিনিধি: যুবসমাজকে সংগঠিত করে নৈতিক ও কর্মভিত্তিক রাজনীতির আহ্বান জানিয়ে জাতীয় যুবশক্তি ফেনী জেলা কমিটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব প্রিন্স মাহামুদ আজিম বলেছেন, “যুবশক্তির নেতৃত্ব রয়েছে বিপ্লবীদের হাতে। আমরা রাজনীতি শুরু করেছি সবচেয়ে তৃণমূল কর্মীর গৃহের পবিত্রতা ও মর্যাদা সুনিশ্চিত করার অঙ্গীকার নিয়ে।” ফেনী জেলার নবগঠিত জাতীয় যুবশক্তির পরিচিতি সভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, “ফেনীবাসীর জন্য আমরা কী করতে পারবো, তা সময়ই দেখাবে। তবে আজ একটি বাস্তব উদ্যোগের ঘোষণা দিচ্ছি—ফেনী জেলা কমিটির বর্তমান ৪৭ জন সদস্যের মধ্যে যারা বেকার, তাদের জন্য বৈধ উপার্জনের ব্যবস্থা করতে সংগঠনের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হবে।” সংগঠনের নৈতিক অবস্থান স্পষ্ট করে তিনি বলেন, “জাতীয় যুবশক্তি কখনো চাঁদাবাজ হবে না। আমরা কর্ম করে দিন চালাবো। মানুষের সম্মানজনক উপার্জনই হবে আমাদের রাজনীতির ভিত্তি।” সভায় জাতীয় যুবশক্তি ফেনী জেলা কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং স্থানীয় যুবসমাজের সদস্যরা উপস্থিত ছিলেন। বক্তারা যুব নেতৃত্ব, কর্মসংস্থান এবং নৈতিক রাজনৈ...

জুলাই আন্দোলনকে রাজনৈতিক তুষ্টির খেলায় ব্যবহার করা হচ্ছে

 ✍️ রিপোর্টার: নিজস্ব প্রতিবেদক | FeniQ.Press




জুলাই সনদের আইনগত বৈধতা ও জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত, পাশাপাশি পতিত স্বৈরাচারী পুলিশ বাহিনীর একটি অংশ কর্তৃক হামলার প্রতিবাদে উত্তাল ফেনী।


জুলাই সনদের আইনগত বৈধতা ও জুলাইয়ের যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিতসহ রাজধানীতে অনুষ্ঠিত জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানকে ঘিরে "জুলাই যোদ্ধাদের" সঙ্গে পুলিশের সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া।

ন্যায্য দাবী পূরণে অস্বীকৃতি ও  পুলিশ বাহিনী কর্তৃক লাঠিচার্জের প্রতিবাদে ফেনীতে মহাসড়ক অবরোধ।

গতকাল ১৭ অক্টোবর (শুক্রবার) বেলা পৌনে তিনটার দিকে ফেনীর মহিপাল ফ্লাইওভারের দক্ষিণ অংশে বৈষম্য-বিরোধী ছাত্র আন্দোলনের স্টেক-হোল্ডাররা বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে অবস্থান ও বিক্ষোব কর্মসূচি পালন করেন। স্বৈরাচারী আওয়ামী বাহিনী ওঁ ভারতীয় অগ্রাসনের বিরুদ্ধে স্লোগান, আওয়ামী ফ্যাসিস্ট বাহিনী কর্তৃক গণ-হত্যার দ্রুত বিচার বাস্তবায়ন এবং অন্তর্বর্তী সরকারের কাছে নিজেদের তিন দফা দাবী উত্থাপন করেন। সাথে ঢাকায় আন্দোলনরত জুলাই যোদ্ধাদের উপর পুলিশের আকস্মিক লাঠিচার্জের ঘটনার প্রতীকী প্রতিবাদ হিসেবে সড়কে শুয়ে পড়েন ।

বিক্ষোভকারীরা জানান, গণ-অভ্যুত্থানে আহত ছাত্র-জনতাকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে জুলাই সনদের আইনগত বৈধতা নিশ্চিত না করা পর্যন্ত আন্দোলন চলবে।

গণঅভ্যুত্থানের ছাত্রনেতা প্রিন্স মাহামুদ আজিম তাঁর বক্তব্যে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান মোহাম্মদ ইউনুসের উদ্দেশ্য জানান, :
“অন্তর্বর্তীকালীন সরকার জুলাইযোদ্ধাদের আত্মত্যাগকে অবমূল্যায়ন করেছে। জনগণের রক্তে সৃষ্ট এই জুলাই আন্দোলনকে রাজনৈতিক তুষ্টির খেলায় ব্যবহার করা হচ্ছে”

অন্য এক আন্দোলনকারী, ওমর ফারুক জানান :
"জুলাই যোদ্ধাদের রক্তের ওপর দাঁড়িয়ে আজকের এই অন্তর্বর্তীকালীন সরকার। যে জুলাইকে ঘিরে বাংলার নতুন ইতিহাস। সে জুলাই সনদের সাংবিধানিক স্বীকৃতি মেলেনি আজো। আইনি বৈধতা ছাড়া নির্বাচন পরবর্তী নির্বাচিত যে-কোন সরকার চাইলেই জুলাই সনদ বাতিল হতে পারে এক্ষেত্রে জুলাইয়ের যোদ্ধাদের নিরাপত্তা ঝুঁকি আমাদের ভাবাচ্ছে। তাই বাধ্য হয়ে আবারো রাজপথ বেছে-নিয়েছি।”

আন্দোলনকারীরা জনদুর্ভোগ এড়াতে আনুমানিক বেলা তিন-টা বেজে বিশ মিনিটে শান্তিপূর্ণভাবে মিছিল নিয়ে মহিপাল জিরো-পয়েন্ট (জুলাই শহীদ স্মৃতি চত্বর) অবস্থান নিয়ে উক্ত দিনের প্রোগ্রাম স্থগিত করেন। তবে তারা হুঁশিয়ারি রাখেন—
“অন্তর্বর্তী সরকারের আশ্বাস যদি ধোঁয়াসায় পরিনত হয়, আমরা আরও কঠোর কর্মসূচিতে যাবো”

অবরোধের সময় ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের উভয় লেনে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় যা চৌদ্দগ্রাম-মহিপাল-বারৈয়ার হাঁট পর্যন্ত বিস্তৃত হয়।

ফেনী জেলা পুলিশ সুপার হাবিবুর রহমান জানান, খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়। আন্দোলনকারী জুলাই যোদ্ধারা পুলিশের অনুরোধে রাস্তা থেকে সরে দাঁড়ায়। বর্তমানে যান চলাচল স্বাভাবিক।

ভিডিও রিপোর্ট

উৎস: YouTube Video (Unlisted)

Comments

Popular posts from this blog

ফেনী ডিসি বদলি : ১৫ ঘণ্টায় কারণ উম্মুক্ত না হলে আন্দোলনের হুঁশিয়ারি

ছাত্রনেতা প্রিন্স মাহামুদ আজিমের বক্তব্য: “জুলাই সনদ বাস্তবায়নই রাজনৈতিক নিরাপত্তার বৈধতা”