ফেনী-৩ আসনে জুলাই যোদ্ধা প্রিন্স মাহামুদ আজিমকে মনোনয়নের দাবি তীব্র হচ্ছে
ফেনী | FeniQ.Press প্রতিনিধি:
:রাজনৈতিক সংগঠনগুলো কিসে ‘হ্যাঁ’ আর কিসে ‘না’ বলছে, সেটি আমাদের জানার বিষয় নয় বলে মন্তব্য করেছেন ছাত্রনেতা প্রিন্স মাহামুদ আজিম। তিনি বলেন, “আমরা শুধু জানি — চব্বিশের গণ-অভ্যুত্থানে যারা সংগ্রাম করে মুক্তি এনেছিল, তাদের নিরাপত্তার বৈধতা নিশ্চিত করেই জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। তবেই রাজনৈতিক সংগঠনগুলোর ন্যায় সাধারণ জনতা নির্বাচনী আমেজে মিলিত হবে, অন্যথায় নয়।”
চব্বিশের গণ-অভ্যুত্থানে ছাত্র ও জনতার হত্যাকারী আওয়ামী লীগের দেশদ্রোহী কার্যক্রম প্রতিহত করতে গিয়ে দায়িত্বে থাকা একটি টহল টিমের সদস্যদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। এই সময়ে আরও উপস্থিত ছিলেন জেলা জুলাই যোদ্ধা আহত কমিটির প্রতিনিধি হুমায়ুন ফরিদ হৃদয়সহ প্রমুখ।
এই সময়ে প্রিন্স মাহামুদ আজিম আরও বলেন, “যে শক্তি জনগণের রক্তে সিঁদুর মেখে ক্ষমতায় টিকে থাকতে চায়, তাদের মুখোশ উন্মোচন করাই এখন সময়ের দাবি। জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে আমরা শুধু অতীতের মুক্তির ইতিহাসকেই নয়, ভবিষ্যতের ন্যায় ও স্বাধীনতার পথকেও সুরক্ষিত করবো।”
তিনি সকল দেশপ্রেমিক তরুণ ও ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ থেকে জাতির স্বার্থে কাজ করার আহ্বান জানান।
Comments
Post a Comment