ফেনী-৩ আসনে জুলাই যোদ্ধা প্রিন্স মাহামুদ আজিমকে মনোনয়নের দাবি তীব্র হচ্ছে

Image
  ফেনী, নিজস্ব প্রতিবেদক: ফেনী-৩ আসনে আগামী জাতীয় নির্বাচনে NCP’র পক্ষ থেকে জুলাই যোদ্ধা প্রিন্স মাহামুদ আজিমকে প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ার দাবি জোরদার হয়েছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমসহ স্থানীয় বিভিন্ন মহলে “ছাত্র–জনতার একটাই চাওয়া—ফেনী-৩ আসনে জুলাই যোদ্ধা প্রিন্স মাহামুদ আজিম ভাইকে পাওয়া”—এই স্লোগানকে কেন্দ্র করে ব্যাপক আলোচনা চলছে। নাগরিক অধিকার, জুলাই আন্দোলনের আত্মত্যাগ এবং পরিবর্তনের অঙ্গীকারকে সামনে রেখে সম্মিলিত জুলাই যোদ্ধা কল্যাণ পরিষদ একটি ভিডিও প্রকাশ করেছে, যা তারা ফেনীর জনগণের কাছে পৌঁছে দিচ্ছে। ভিডিওতে প্রিন্স মাহামুদ আজিমকে “জনতার প্রার্থনা, জনতার প্রার্থী” এবং “জুলাই যোদ্ধাদের গর্ব” হিসেবে তুলে ধরা হয়। স্থানীয় পর্যবেক্ষকরা বলছেন, ফেনী-৩ আসনে সাম্প্রতিক সময়ে যে রাজনৈতিক সক্রিয়তা দেখা যাচ্ছে, তাতে তরুণ ও নতুন নেতৃত্বের প্রতি একটি ঝোঁক চোখে পড়ছে। সেই প্রেক্ষাপটে জুলাই আন্দোলন থেকে উঠে আসা নেতাদের জন্য জনমতের একটি অংশে ইতিবাচক সাড়া তৈরি হয়েছে। জুলাই যোদ্ধা কল্যাণ পরিষদের নেতারা জানান, তারা ন্যায়, অধিকার এবং গণতান্ত্রিক মূল্যবোধের পক্ষে যে আন্দোলন করেছেন...

ফেনী–০৩ আসনে প্রিন্স মাহামুদ আজিমের পক্ষে মনোনয়ন আবেদন

 আমি‌ই বাংলাদেশ — বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন-এর আনুষ্ঠানিক প্রস্তাব


ফেনী, ৭ নভেম্বর ২০২৫ —




আসন্ন জাতীয় নির্বাচনে ফেনী–০৩ (দাগনভূঞা–সোনাগাজী) আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে তরুণ নেতা প্রিন্স মাহামুদ আজিম-এর পক্ষে মনোনয়ন প্রদানের আনুষ্ঠানিক আবেদন  প্রকাশ করেছে আমি‌ই বাংলাদেশ — বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

সংগঠনটির পক্ষ থেকে প্রেরিত আবেদনপত্রে উল্লেখ করা হয়, জুলাই অভ্যুত্থান-পরবর্তী সময় থেকে ফেনী–০৩ অঞ্চলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে প্রিন্স মাহামুদ আজিমের ভূমিকা ছিল অনস্বীকার্য।





২০২৪ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলনে তিনি নেতৃত্ব দিয়ে দু’দিন গুলিবিদ্ধ ও আহত হন, তবুও নেতৃত্ব থেকে সরে না গিয়ে আন্দোলনকে সফল পরিণতির দিকে নিয়ে যান।

এছাড়া বন্যাকবলিত সময়ে তিনি দাগনভূঞা ও সোনাগাজীতে উদ্ধার, পুনর্বাসন ও মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনার মাধ্যমে জনগণের আস্থা অর্জন করেন। তার নেতৃত্বে ছাত্র সমাজ আজ এ অঞ্চলে একটি শক্তিশালী তৃণমূলভিত্তিক রাজনৈতিক সংগঠনে পরিণত হয়েছে যা এনসিপির শক্ত অবস্থানকে জানান দেয় এই অঞ্চলে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বলা হয়,

“প্রিন্স মাহামুদ আজিম কেবল একজন রাজনৈতিক কর্মী নন, তিনি ন্যায়, ত্যাগ ও জনগণের বিশ্বাসের প্রতীক।
ফেনী–০৩ আসনে তাকে মনোনয়ন প্রদান করা হলে তা এনসিপির সাংগঠনিক ধারাবাহিকতা ও জনগণের প্রত্যাশার বাস্তব প্রতিফলন ঘটাবে।”

সংগঠনটি আশা প্রকাশ করে, নির্বাচন পরিচালনা কমিটি বিষয়টি সদয় বিবেচনা করে প্রিন্স মাহামুদ আজিমকে মনোনয়ন প্রদান করবে, যা এনসিপির রাজনৈতিক অবস্থানকে আরও সুসংহত করবে।


📍প্রতিবেদন: বিশেষ প্রতিনিধি, FeniQ.Press
📅 তারিখ: ৭ নভেম্বর ২০২৫
🏷️ ট্যাগ: #Feni03 #PrinceMahmudAzim #NCP #JulaiAndolon #BaisomyoBirodhiChhatroAndolon #FeniQPress

Comments

Popular posts from this blog

ফেনী ডিসি বদলি : ১৫ ঘণ্টায় কারণ উম্মুক্ত না হলে আন্দোলনের হুঁশিয়ারি

জুলাই আন্দোলনকে রাজনৈতিক তুষ্টির খেলায় ব্যবহার করা হচ্ছে

ছাত্রনেতা প্রিন্স মাহামুদ আজিমের বক্তব্য: “জুলাই সনদ বাস্তবায়নই রাজনৈতিক নিরাপত্তার বৈধতা”