ফেনীতে জাতীয় যুবশক্তির ঘোষণা: চাঁদাবাজি নয়, কর্মই হবে রাজনীতি

Image
 ফেনী প্রতিনিধি: যুবসমাজকে সংগঠিত করে নৈতিক ও কর্মভিত্তিক রাজনীতির আহ্বান জানিয়ে জাতীয় যুবশক্তি ফেনী জেলা কমিটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব প্রিন্স মাহামুদ আজিম বলেছেন, “যুবশক্তির নেতৃত্ব রয়েছে বিপ্লবীদের হাতে। আমরা রাজনীতি শুরু করেছি সবচেয়ে তৃণমূল কর্মীর গৃহের পবিত্রতা ও মর্যাদা সুনিশ্চিত করার অঙ্গীকার নিয়ে।” ফেনী জেলার নবগঠিত জাতীয় যুবশক্তির পরিচিতি সভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, “ফেনীবাসীর জন্য আমরা কী করতে পারবো, তা সময়ই দেখাবে। তবে আজ একটি বাস্তব উদ্যোগের ঘোষণা দিচ্ছি—ফেনী জেলা কমিটির বর্তমান ৪৭ জন সদস্যের মধ্যে যারা বেকার, তাদের জন্য বৈধ উপার্জনের ব্যবস্থা করতে সংগঠনের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হবে।” সংগঠনের নৈতিক অবস্থান স্পষ্ট করে তিনি বলেন, “জাতীয় যুবশক্তি কখনো চাঁদাবাজ হবে না। আমরা কর্ম করে দিন চালাবো। মানুষের সম্মানজনক উপার্জনই হবে আমাদের রাজনীতির ভিত্তি।” সভায় জাতীয় যুবশক্তি ফেনী জেলা কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং স্থানীয় যুবসমাজের সদস্যরা উপস্থিত ছিলেন। বক্তারা যুব নেতৃত্ব, কর্মসংস্থান এবং নৈতিক রাজনৈ...

শাপলা প্রতীকের বিরোধে শঙ্কায় গণতান্ত্রিক উত্তরণ

Comments

Popular posts from this blog

ফেনী ডিসি বদলি : ১৫ ঘণ্টায় কারণ উম্মুক্ত না হলে আন্দোলনের হুঁশিয়ারি

জুলাই আন্দোলনকে রাজনৈতিক তুষ্টির খেলায় ব্যবহার করা হচ্ছে

ছাত্রনেতা প্রিন্স মাহামুদ আজিমের বক্তব্য: “জুলাই সনদ বাস্তবায়নই রাজনৈতিক নিরাপত্তার বৈধতা”