ফেনী-৩ আসনে জুলাই যোদ্ধা প্রিন্স মাহামুদ আজিমকে মনোনয়নের দাবি তীব্র হচ্ছে
প্রতিবেদক | FeniQ.Press Desk:
আজ দেশে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত হচ্ছে। এবারের প্রতিপাদ্য হলো “সাম্য ও সমবায়, দেশ গড়বে সমবায়” বা ইংরেজিতে “Cooperatives will build the country through equality and justice”।
কেন্দ্রীয় আয়োজন অনুষ্ঠিত হবে Department of Cooperatives-এর আগারগাঁওস্থ সদর দফতরে। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।
উক্ত দিবসের রেফারেন্স হিসেবে মোহাম্মদ ইউনুস (চিফ অ্যাডভাইজার) একটি বার্তায় বলেন:
“I am delighted that the 54th National Co-operative Day is being celebrated nationwide … under the theme ‘Co-operatives build the nation through equality and equity’. … By harnessing the immense potential of cooperatives … we can build a self-reliant and equitable new Bangladesh.”
বার্তায় তিনি আরও বলেন, সমবায় সংগঠন শুধুমাত্র আর্থিক প্রতিষ্ঠান নয়; এগুলো সামাজিক সমস্যা মোকাবিলায় ও মানুষের জীবনের মান উন্নয়নে কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করতে পারে।
সাধারণ তথ্য অনুযায়ী, দিবসটি উপলক্ষে আলোচনা সভা, ভিডিও প্রদর্শনী ও দেশের শ্রেষ্ঠ সমবায় সমিতি ও ব্যক্তিদের জন্য “জাতীয় সমবায় পুরস্কার-২০২৪” বিতরণসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
FeniQ.Press | ফেনী সংবাদ
১ নভেম্বর ২০২৫ — রাজধানীসহ সারাবিশ্বে উপলক্ষ্যে আয়োজিত কেন্দ্রীয় ও আঞ্চলিক অনুষ্ঠান; প্রধান বাণীতে সমবায়ের ওপর গুরুত্বারোপ।
ঢাকা, ১ নভেম্বর ২০২৫ — আজ সারা দেশে ৫৪তম জাতীয় সমবায় দিবস নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে। এ বছরের প্রতিপাদ্য: “সাম্য ও সমবায়, দেশ গড়বে সমবায়”। রাজধানীর আগারগাঁওয়ে সমবায় অধিদফতরের আয়োজনে কেন্দ্রীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এবং বিভিন্ন জেলা-উপজেলায় র্যালি, আলোচনা সভা, প্রদর্শনী ও পুরস্কার বিতরণে অনুষ্ঠানগুলো ঘুরে এসেছে।
জাতীয় পর্যায়ে প্রকাশিত সরকারি সংবাদ ও গণমাধ্যম প্রতিবেদন অনুসারে, প্রধান উপদেষ্টা (Chief Adviser) প্রফেসর মুহাম্মদ ইউনুস ৩১ অক্টোবর একটি বার্তা দিয়েছেন এবং তিনি সমবায় আন্দোলনের গুরুত্ব তুলে ধরে বলেছেন—
“সমবায় ভিত্তিক কর্মকাণ্ড দেশের সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে ও বৈষম্যমুক্ত সমাজ গঠনে অগ্রণী ভূমিকা রাখতে পারে। আসুন সমবায়ের চেতনাকে ধারণ করে সাম্য ও সমতায় আমরা সকলে মিলে গড়ে তুলি নতুন বাংলাদেশ।”
কেন্দ্রীয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ ('সজীব ভূঁইয়া'), যারা অনুষ্ঠানে অংশগ্রহণ ও শুভেচ্ছা জ্ঞাপন করেন।
অনুষ্ঠানে বক্তারা সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতি শক্তিশালীকরণ, কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য বিমোচন বিষয়ে আলোচনা করেন। বিভিন্ন সমবায় সমিতি তাদের কার্যক্রমের অভিজ্ঞতা তুলে ধরেন এবং সফল সমবায়ী নেতাদের সম্মাননা দেওয়া হয়।
Comments
Post a Comment