ফেনী-৩ আসনে জুলাই যোদ্ধা প্রিন্স মাহামুদ আজিমকে মনোনয়নের দাবি তীব্র হচ্ছে
প্রতিবেদক, ফেনী:
উক্ত মানববন্ধনের বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সংগঠক প্রিন্স মাহামুদ আজিমের সাথে মুঠোফোনে এই প্রতিবেদক জানতে চাইলে তিনি বলেন, “যারা এই ধরনের হীন কার্যকলাপে যুক্ত, তারা অবিলম্বে নিজেদের সংশোধন না করলে এবং কোন ক্ষমতাবলে তাদের (হত্যা মামলার আসামী) পুনর্বাসন করা হচ্ছে তা অতি দ্রুত সময়ে প্রকাশ করা না হলে—জুলাই যোদ্ধা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং ফেনীবাসী মিলিতভাবে স্বৈরাচারী হত্যাকারীদের যে সকল রাজনৈতিক নেতা ও প্রশাসনিক কর্তা ব্যক্তিরা পুর্নবাসন করছেন তাদের পরিচয় জনতার সামনে উম্মুক্ত করে দেওয়া হবে।”
জুলাই আন্দোলনের ছাত্রদল পন্থি সংগঠক রহমত আলী মানিক FeniQ.Press কে জানান, “চার তারিখে যেহেতু আমরা মারা যাইনি, এই সকল হত্যাকারীদের পুনর্বাসনে প্রয়োজনে আমাদের জীবনের বিনিময়ে প্রতিহত করা হবে; তবু ফেনী জেলার স্বৈরাচারী আধিপত্য বরদাস্ত করা হবে না। আমাদের সহযোদ্ধাদের মানববন্ধন বৃথা হলে কাফনের কাপড় বেঁধে আন্দোলনে সোচ্চার হবে একত্রিত ফেনীবাসী ও জুলাই যোদ্ধা।”
মানববন্ধনে স্থানীয় নাগরিকেরা, স্বৈরাচার হত্যাকারীদের পুনর্বাসনের বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়ার বিষয়ে ছাত্র-জনতার রক্তে গড়া অন্তর্বর্তীকালীন সরকারের দ্রুত হস্তক্ষেপ করার আহ্বান জানায়।
FeniQ.Press এর পক্ষ থেকে সংশ্লিষ্ট প্রশাসনিক ও রাজনৈতিক ব্যক্তিদের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হয়নি; আন্দোলনকারীরা তাদের দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করতে পারে বলেও ইঙ্গিত দেন।
বিস্তারিত ভিডিওতে,
Comments
Post a Comment