জুলাই ছাত্রহত্যার অভিযুক্তকে পুনর্বাসন প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
- Get link
- X
- Other Apps
প্রতিবেদক, ফেনী:
চব্বিশ গণঅভ্যুত্থানের ছাত্র হত্যা মামলার তালিকাভুক্ত আসামী এবং ২ নং বগাদানা ইউনিয়নের সভাপতি হোসেন মোহাম্মদ আলমগীরকে পুনর্বাসনের প্রতিবাদে আজ ২৭ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ (সোমবার) সোনাগাজী উপজেলা জুলাই যোদ্ধা ও এলাকাবাসীর একযোগে মানববন্ধন কার্যকর করেন। মানববন্ধন পরিচালনা করেন জুলাই যোদ্ধা মোহাম্মদ ইসমাইল হোসেন।
উক্ত মানববন্ধনের বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সংগঠক প্রিন্স মাহামুদ আজিমের সাথে মুঠোফোনে এই প্রতিবেদক জানতে চাইলে তিনি বলেন, “যারা এই ধরনের হীন কার্যকলাপে যুক্ত, তারা অবিলম্বে নিজেদের সংশোধন না করলে এবং কোন ক্ষমতাবলে তাদের (হত্যা মামলার আসামী) পুনর্বাসন করা হচ্ছে তা অতি দ্রুত সময়ে প্রকাশ করা না হলে—জুলাই যোদ্ধা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং ফেনীবাসী মিলিতভাবে স্বৈরাচারী হত্যাকারীদের যে সকল রাজনৈতিক নেতা ও প্রশাসনিক কর্তা ব্যক্তিরা পুর্নবাসন করছেন তাদের পরিচয় জনতার সামনে উম্মুক্ত করে দেওয়া হবে।”
জুলাই আন্দোলনের ছাত্রদল পন্থি সংগঠক রহমত আলী মানিক FeniQ.Press কে জানান, “চার তারিখে যেহেতু আমরা মারা যাইনি, এই সকল হত্যাকারীদের পুনর্বাসনে প্রয়োজনে আমাদের জীবনের বিনিময়ে প্রতিহত করা হবে; তবু ফেনী জেলার স্বৈরাচারী আধিপত্য বরদাস্ত করা হবে না। আমাদের সহযোদ্ধাদের মানববন্ধন বৃথা হলে কাফনের কাপড় বেঁধে আন্দোলনে সোচ্চার হবে একত্রিত ফেনীবাসী ও জুলাই যোদ্ধা।”
মানববন্ধনে স্থানীয় নাগরিকেরা, স্বৈরাচার হত্যাকারীদের পুনর্বাসনের বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়ার বিষয়ে ছাত্র-জনতার রক্তে গড়া অন্তর্বর্তীকালীন সরকারের দ্রুত হস্তক্ষেপ করার আহ্বান জানায়।
FeniQ.Press এর পক্ষ থেকে সংশ্লিষ্ট প্রশাসনিক ও রাজনৈতিক ব্যক্তিদের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হয়নি; আন্দোলনকারীরা তাদের দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করতে পারে বলেও ইঙ্গিত দেন।
বিস্তারিত ভিডিওতে,
- Get link
- X
- Other Apps

Comments
Post a Comment