ফেনী-৩ আসনে জুলাই যোদ্ধা প্রিন্স মাহামুদ আজিমকে মনোনয়নের দাবি তীব্র হচ্ছে

Image
  ফেনী, নিজস্ব প্রতিবেদক: ফেনী-৩ আসনে আগামী জাতীয় নির্বাচনে NCP’র পক্ষ থেকে জুলাই যোদ্ধা প্রিন্স মাহামুদ আজিমকে প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ার দাবি জোরদার হয়েছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমসহ স্থানীয় বিভিন্ন মহলে “ছাত্র–জনতার একটাই চাওয়া—ফেনী-৩ আসনে জুলাই যোদ্ধা প্রিন্স মাহামুদ আজিম ভাইকে পাওয়া”—এই স্লোগানকে কেন্দ্র করে ব্যাপক আলোচনা চলছে। নাগরিক অধিকার, জুলাই আন্দোলনের আত্মত্যাগ এবং পরিবর্তনের অঙ্গীকারকে সামনে রেখে সম্মিলিত জুলাই যোদ্ধা কল্যাণ পরিষদ একটি ভিডিও প্রকাশ করেছে, যা তারা ফেনীর জনগণের কাছে পৌঁছে দিচ্ছে। ভিডিওতে প্রিন্স মাহামুদ আজিমকে “জনতার প্রার্থনা, জনতার প্রার্থী” এবং “জুলাই যোদ্ধাদের গর্ব” হিসেবে তুলে ধরা হয়। স্থানীয় পর্যবেক্ষকরা বলছেন, ফেনী-৩ আসনে সাম্প্রতিক সময়ে যে রাজনৈতিক সক্রিয়তা দেখা যাচ্ছে, তাতে তরুণ ও নতুন নেতৃত্বের প্রতি একটি ঝোঁক চোখে পড়ছে। সেই প্রেক্ষাপটে জুলাই আন্দোলন থেকে উঠে আসা নেতাদের জন্য জনমতের একটি অংশে ইতিবাচক সাড়া তৈরি হয়েছে। জুলাই যোদ্ধা কল্যাণ পরিষদের নেতারা জানান, তারা ন্যায়, অধিকার এবং গণতান্ত্রিক মূল্যবোধের পক্ষে যে আন্দোলন করেছেন...

ফেনীর চিত্র সাংবাদিক ফয়সাল আহমেদ বাঁচতে চায় আপনার সহযোগিতায়!

 নিজস্ব প্রতিনিধি:





ফেনীতে চিত্র সাংবাদিক হিসেবে একটি অনলাইন হাউজে কর্মরত রয়েছেন ফয়সাল আহমেদ। বর্তমানে তিনি গুরুতর অসুস্থ হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন।  


পিতৃহীন সংসারে একমাত্র উপার্জনক্ষম এই যুবকের মস্তিষ্কে ব্রেনের গুরুত্বপূর্ণ নার্ভ ব্লক হয়ে গেছে, যা চিকিৎসকরা জরুরি অপারেশন ছাড়া জীবনরক্ষায় সম্ভব নয় বলছেন। ফয়সালের দ্রুত অপারেশনের জন্য প্রয়োজন ৮ লাখ টাকা।  


পরিবারের পক্ষে এই বিপুল অর্থ সংগ্রহ করা সম্ভব নয়। তাই সমাজের বিত্তবান ও সহমর্মী ব্যক্তিদের কাছে বিনীত অনুরোধ, ফয়সালের চিকিৎসার জন্য এগিয়ে আসুন।  


আপনার সহযোগিতায় ফয়সাল আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন। সহযোগিতা বা দানের জন্য সরাসরি যোগাযোগ করুন:  

📞 01866-741518 (বিকাশ পার্সোনাল)  


💡 বিশেষ দ্রষ্টব্য: আবুল হাসনাত তুহিন তার ব্যক্তিগত পক্ষ থেকে স্বল্প পরিমাণ সহযোগিতা প্রদান করছেন। আপনারাও সাহায্যের হাত বাড়িয়ে ফয়সালের জীবন বাঁচাতে পারেন।  


**আপনার ছোট্ট সাহায্য এক জীবনের বড়ো পরিবর্তন আনতে পারে। দেরি না করে আজই সহযোগিতা করুন!**

Comments

Popular posts from this blog

ফেনী ডিসি বদলি : ১৫ ঘণ্টায় কারণ উম্মুক্ত না হলে আন্দোলনের হুঁশিয়ারি

জুলাই আন্দোলনকে রাজনৈতিক তুষ্টির খেলায় ব্যবহার করা হচ্ছে

ছাত্রনেতা প্রিন্স মাহামুদ আজিমের বক্তব্য: “জুলাই সনদ বাস্তবায়নই রাজনৈতিক নিরাপত্তার বৈধতা”